ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান-এর নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদল।
গতকাল সোমবার (৩ জানুয়ারি) সেনা সদর দফতরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে রফতানি আয় এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পোশাক শিল্প কীভাবে অপরিসীম অবদান রেখে চলছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন। কোভিড-১৯ এর আঘাত মোকাবিলা করে পোশাক শিল্প কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, সে বিষয়েও সেনাবাহিনী প্রধানকে অবহিত করেন।
বিজিএমইএ নেতারা এসময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সেনাবাহিনীর প্রশংসা করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় বাংলাদেশের উন্নয়নে কোভিড-১৯ মোকাবিলা করে পোশাক শিল্প যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেজন্য এখাতের উদ্যোক্তা ও শ্রমিকদের অদম্য মনোবলের প্রশংসা করেন।
তারা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী তরুণ ও প্রাণবন্ত মানুষদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদানে সহায়তা করতে পারে, এমন সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।
মতামত লিখুন :