Logo

গাজীপুরে পোশাক কারখানার  আগুন নিয়ন্ত্রণে

RMG Times
মঙ্গলবার, জানুয়ারি ৪, ২০২২
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে গাজীপুরের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার ‘কাটিং এজ লিমিটেড’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সালনা এলাকায় কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার টিনশেডের সেমিপাকা গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই গুদামে থাকা ফেব্রিক্স কাপড় পুড়ে গেছে।

মূল কারখানা থেকে কয়েকশ ফুট দূরে এ গুদামটি প্রায় ২৫০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রশস্ত। একতলা এ গুদামে কাপড় ও কার্টন ছিল।