Logo

ম্যগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এ অংশগ্রহণকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত

RMG Times
রবিবার, জানুয়ারি ২, ২০২২
  • শেয়ার করুন

মো. আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় অবস্থিত শতভাগ রপ্তানীমূখী তৈরি পোশাক কারখানা ম্যগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এ অংশগ্রহণকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা জানুয়ারি ২০২২ (রবিবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রত্যক্ষভাবে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০৫, উপধারা ১ ও ৬ অনুসারে ০৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবাধনে এই ভোট উৎসব আয়োজিত হয়। যেখানে মোট ভোটার সাংখ্যা ছিল ১০০৬ জন এবং ১৩ টি আসনের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীত করেন। নির্বাচন পরিচালনায় ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৩১ জন পোলিং এজেন্ট এবং ১৫ জন পর্যবেক্ষক  সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেন, আজকের এই নির্বাচিত প্রতিনিধিগন মালিক পক্ষের সাথে মিলেমিশে শ্রমিক ও মালিক সবার সমস্যা সমাধানে কাজ করবেন। এর আগে নির্বাচনী বিষয়ে কারখানায় কর্মরত সকল ভোটারদেরকে যোগ্য প্রার্থীকে ভোটদানে উৎসাহ দিতে নির্বাচন পরিচালনা কমিটি, পোষ্টার ও বিভিন্ন সেকশন এবং ক্যান্টিনে ক্যাম্পেইন করে।

এ সময় সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের সিইও, জনাব আব্দুল আলিম ভোট গ্রহণ অনুষ্ঠান পরিদর্শন করেন।

কারখানার সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাব্বির হোসেন সিদ্দিক, সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর এবং কমপ্লাইন্স) মো. আনিসুর রহমান রাশেদ, ম্যানেজার (এইচআর এবং কমপ্লাইন্স) মো. হাছান শাহিম সহ কারখানার শীর্ষ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন চলাকালীন সময়ে শ্রমিকদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটাররা জানান, শ্রম আইন অনুযায়ী যথাযথ সুযোগ সুবিধা পাওয়া, শ্রমিকগণের দাবী, অভিযোগ ও পরামর্শ যথাযথ ভাবে কতৃপক্ষের কাছে তুলে ধরা এবং গুনগত মান সম্পন্ন পোশাক প্রস্তুতের ক্ষেত্রে এ কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। এই সময় প্রার্থীরা কারখানা সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে এই কমিটির মাধ্যমে সর্বাত্বক ভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।