Logo

বাণিজ্য মন্ত্রণালয়কে রপ্তানী প্রক্রিয়া সহজীকরণের জন্য বিজিএমইএ’র অনুরোধ

RMG Times
রবিবার, জানুয়ারি ২, ২০২২
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাণিজ্য মন্ত্রণালয়কে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সহায়তা প্রদান এবং রপ্তানী প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানিয়েছেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৩০ ডিসেম্বর ২০২১ সচিবালয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি (এমপি) -এর  সাথে বৈঠককালে এ অনুরোধ জানানো হয়।

বিজিএমইএ এর প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালক আসিফ আশরাফ।

এ সময় মাননীয় মন্ত্রীকে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে যে সমস্যাগুলো মোকাবিলা করছে তা অবহিত করা হয় এবং সমস্যাগুলো সমাধানে সরকার থেকে পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানানো হয়।

বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান বলেন, “যখন কিনা পোশাক শিল্প কোভিড-১৯ মহামারির ভয়াবহ প্রভাব কাটিয়ে উঠার পথে রয়েছে, তখন অতিসংক্রামক অমিক্রন ধরণ রপ্তানিকারকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে এবং খাতটিকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করছে।”

“যেহেতু পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করছে, তাই কঠিন পরিস্থিতিতে শিল্প খাতটির  সুরক্ষার জন্য পদক্ষেপ জরুরী।”

তিনি সরকারকে কোভিড-১৯ মহামারির প্রথম ঢেউ চলাকালে পোশাক শিল্পকে টিকিয়ে রাখা এবং শিল্পের ঘুরে দাঁড়াতে সহায়তা প্রদানের জন্য পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।