Logo

বৈচিত্রকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পণ্যে বিশেষায়িত বিনিয়োগ প্রয়োজন: বিজিএমইএ সভাপতি

RMG Times
সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্প সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখার পাশাপাশি, পণ্যের বৈচিত্র্যকরণ এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এই মুহূর্তে শার্টিং ফ্যাব্রিক, লেইস, হুকস সহ কিছু পণ্যে বিশেষায়িত বিনিয়োগ প্রয়োজন।

সম্প্রতি ‘শোকেস বাংলাদেশ অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’-এ বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এই কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই সামিটের আয়োজন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে বিশাল সুযোগ রয়েছে এবং আমরা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য কয়েকটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছি, বিশেষ করে আসন্ন বছরগুলোতে উদ্ভাবন, পণ্য এবং ফাইবার বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির আপগ্রেডেশন উল্লেখ্যযোগ্য। এই সমস্ত অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য বিদেশি বিনিয়োগ একটি বড় উপায় হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য আগেও চ্যালেঞ্জ ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা মনেপ্রাণে আশাবাদী যে বাংলাদেশ অদম্য গতিতে অগ্রযাত্রা অব্যাহত রাখবে, যেখানে শিল্পখাত মূখ্য ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জেরেমি ওপ্রিটেসকো, বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এবং বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে। এতে সভাপতিত্ব করেন বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ.খান।