Logo

আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, চালক আটক

RMG Times
রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের আশুলিয়ায় কারখানা ছুটি শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা-টাংগাইল মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান (৩৫) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বাসুরিয়া গ্রামের সাবের আলীর ছেলে। তিনি বাইপাইল এলাকায় ভাড়া থেকে নতুন ইপিজেডের কুইং সাউথ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আটক বাসের চালক গোপনাথ রাজবংশী দারুসসালাম থানার টোটবাড়ি এলাকার মৃত পরেশ রাজবংশীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, নিহত ওই পোশাক শ্রমিক কাজ শেষে বাসায় যাওয়া পথে নাবিল পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বাসটি জব্দ ও চালকে আটক করা হয়েছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।