ডেস্ক রিপোর্ট: বিদেশে রপ্তারিযোগ্য তৈরি পোশাক পণ্য পরিবহনকালে মাঝপথে গাড়ি থামিয়ে চুরির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রাম ইউনিট।
আটককৃতরা হলেন- চালকের সহযোগী মো. আল আমিন (২৮), মো. নিজাম (২২), মো. শাহজাহান (৫১), মো. মাইনুল হাসান আসিক (২০) ও মো. নুরুন্নবী (২৬)।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধুমঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানার মালিকরা অভিযোগ করে আসছেন তাদের কারখানা থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য পাঠানোর সময় মালামাল চুরি হয়ে যাচ্ছে। যে দেশে পণ্য পাঠানো হচ্ছে, তারা চুক্তি মোতাবেক পণ্য পাচ্ছেন না। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। অভিযোগের পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র্যাব। বিভিন্ন জায়গা ও বিভিন্ন ব্যক্তির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায় সংস্থাটি।
শুক্রবার রাতে ঢাকার একটি পোশাক কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রপ্তানি পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানকে ফেনী থেকে আটক করা হয়। সেই গাড়ি থেকে পণ্য সরিয়ে নিচ্ছিল চক্রটি। তাদের মধ্যে পাঁচজনকে র্যাব আটক করতে সক্ষম হলেও চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।
এ বিষয়ে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) লে. নিয়াজ মো. চপল বলেন, গ্রেফতারকৃত চক্রটি রপ্তানি পণ্য পরিবহনের সময় গাড়ি মাঝপথে থামিয়ে মালামাল সরিয়ে নিয়ে সেখানে অন্যান্য পণ্যের কার্টন ভর্তি করে দিতো। আটক হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
মতামত লিখুন :