Logo

সারা বিশ্বে অমিক্রন, দেশের পোশাক শিল্পে অনিশ্চয়তা

RMG Times
রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: দেশের তৈরি পোশাক শিল্পের জন্য করোনার অতিসংক্রামক ধরণ ‘অমিক্রন’ নতুন হুমকি হিসাবে আবির্ভুত হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল সংগঠনটির সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম জানিয়েছেন, গত দুই বছর ধরে চলমান করোনার তাণ্ডব আমরা গত কয়েক মাসে কেবল কাটিয়ে উঠতে শুরু করেছিলাম। এরই মধ্যে আবার অমিক্রনের চাপ এসে পড়েছে। ইতিমধ্যেই বিশ্বের ১০৬টির বেশি দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে বলে জেনেছি। দেশগুলোর মধ্যে অনেক দেশেই বাংলাদেশের তৈরি পোশাকের বাজার রয়েছে। এসব দেশেও বাংলাদেশ থেকে রফতানির ওপর ওমিক্রনের চাপ আসতে শুরু করেছে।

                              বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম

তিনি বলেন, পোশাকের বড় বাজার ইউরোপ-আমেরিকা। সেখানকার অনেক দেশে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের ভয়াবহতা শুরু হয়েছে। অনেক জায়গায় লকডাউন চলছে। অনেক দেশে লকডাউনের আলোচনা হচ্ছে। এর ফলে আউটলেটগুলো এখন প্রায় বন্ধ হওয়ার পথে।

বিষয়টির দিকে সরকারের সর্বোচ্চ নজর রাখা উচিত উল্লেখ্য করে শহীদুল্লাহ আজিম বলেন, করণীয় নির্ধারণে বিলম্ব হলে বা অবহেলা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রফতানি আয়ের ওপর। একইসঙ্গে বাংলাদেশের পণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে অনেক লড়াই সংগ্রামের পরে গেল বছর ব্যবসা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছিল। ক্রেতারা ভালোই সাড়া দিয়েছেন। এর প্রেক্ষিতে উৎপাদিত পণ্যের রফতানিও ভালো হয়েছে। তবে এখন আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চাপ আসতে শুরু করায় উদ্যোগক্তাররা গভীর শঙ্কা এবং অনিশ্চয়তার মাঝে রয়েছেন।