Logo

“পোশাক কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু”

Fazlul Haque
মঙ্গলবার, মে ৩, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পোশাক কারখানায় এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতের ইয়েলাচেনাহালির কানাকপুরা রোডস্থ কারখানায় রামচন্দ্র রিদি নামের এই পোশাক কর্মী গত মঙ্গলবার রাতে রহস্যজনক ভাবে মারা যায়। এ ঘটনায় নিহতের এলাকা ও কারখানায় ক্ষোভের বিরাজ করছে।

জানা যায়, রামচন্দ্র রিদি অত্র কারখানায় ১০ বছর যাবত সুপারভাইজার হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকালে কাজে কাজে যোগ দেয় রামচন্দ্র। বিকালে পরিবারের সাথে ফোনে স্বাভাবিক কুশল বিনিময়ও করেন। ততক্ষনে কোন সমসসার কথাও জানান নি রামচন্দ্র। হঠাৎ রাতে রামচন্দ্রের বাসায় ফোন আসে যে তাকে একটি বেসরকারী হাসপাতালে জরুরী অবস্থায় ভর্তি করানো হয়েছে।

 তার পরিবার দ্রুত হাসপাতালে পৌঁছে তাকে মৃত অবস্থায় পান।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ জানান, রামচন্দ্র রক্ত বমি করাতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

নিহতের পরিবার জানায়, রামচন্দ্র শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন না। তারা কুমারাস্বামি পুলিশের কাছে ঘটনার তদন্তের আবেদন করেছেন।