ডেস্ক রিপোর্ট: স্নোটেক্স স্পোর্টসওয়্যার লিমিটেড ‘LEED v4 বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’-এর অধীনে ‘LEED প্লাটিনাম’ সনদ অর্জন করেছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সমস্ত শর্ত পূরণ করায় স্নোটেক্স গ্রুপের এই প্রতিষ্ঠানটির অর্জিত লিড পয়েন্ট ৮২ ।
২০১৯ সালের শেষের দিকে কারখানাটি বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ভবন, অত্যাধুনিক যন্ত্রপাতি, আইটি বেইজড টেকনোলোজি ও বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ উদিয়মান কর্মীদের নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি মাত্র দুই বছরের মধ্যেই বিশ্বের প্রথম শ্রেনীর ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।
বর্তমানে কারখানাটিতে নিজস্ব উৎপাদন ও সৌরবিদ্যুৎ ক্রয় করার মাধ্যমে ৯৬ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়। যার ফলে স্বাভাবিকের তুলনায় কারখানাটিতে ৬৫ শতাংশ কম কার্বন নিঃসরণ হয়।
কারখানাটি পরিবেশের কথা বিবেচনা করে জাপানের তৈরি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির বর্জ্য পরিশোধণ ব্যবস্থাপনার মধ্যেমে জিরো ডিজচার্জ নিশ্চিত করার পাশাপাশি প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী, পরিবেশ বিষায়ক বই ও উপকরণ প্রদান করে থাকে।
এছাড়াও আইনের উর্ধ্বে গিয়ে কারখানাটিতে অনেকগুলো উত্তম চর্চা প্রতিপালন করা হয়। যেমন, সবার জন্য ফ্রি দুপুরের খাবার, মাসের শেষ কর্ম দিবসে বেতন প্রদান, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার এবং হ্যাপিনেস এ্যাপস (শ্রমিকরা ডিভাইসের/এ্যাপসের মাধ্যমে তাদের অভিযোগ/অনুযোগ/পরামর্শ প্রদান করতে পারেন) এর মাধ্যমে কারখানার সঠিক কর্মপরিবেশ সুনিশ্চিত করা হয়।
মতামত লিখুন :