Logo

জামগড়ায় ‌‌মহান মে দিবসে বিক্ষোভ মিছিল

Fazlul Haque
সোমবার, মে ২, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পোষাক শিল্পের সচেতন শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ লা মে আশুলিয়ার জামগড়ায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

13101032_651107308379478_225467399_n (1)

বিক্ষোভ মিছিলটি জামগড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেত্রী শামীমা নাসরীন, শ্রমিক নেতা রাকিব হাসান সোহাগসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দিবসে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। ভালোভাবে বাঁচার মতো মজুরী চাই। মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির নিশ্চয়তা চাই। আমাদের পোশাক শিল্পের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না।

এসময় বক্তারা কারখানা মালিক ও ক্রেতা প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের তাদের প্রাপ্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে নিরাপদ কর্মস্থল তৈরী করার প্রত্যাশা ব্যক্ত করেন।