ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করতে স্মৃতিসৌধে গিয়ে চাকরি হারিয়েছেন আশুলিয়ার লিভেল সুয়েটেক্স বিডি লিমিটেডের ৫ জন শ্রমিক।গতকাল রোববার দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১ ও আশুলিয়া থানা পুলিশের কাছে ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত এই কারখানার পাঁচ শ্রমিককে ছাঁটাই করা হয়। চাকরি চ্যুতরা হলেন, ইমন আলী বাকাউল, মো. বিপ্লব, আলীয়ার আহমেদ, মো.আশরাফুল ও আব্দুল মালেক।
চাকরি চ্যুত শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যান। এই অপরাধে গত শনিবার কারখানায় গেলে তাদের চাকরিচ্যুত করা হয়। তারা আরও অভিযোগ করেন, কারখানার এমডি মনির বিশ্বাস নানাভাবে তাদেকে হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেন। এসময় মনির বিশ্বাস নিজেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দাবি করে শ্রমিকদেকে চাপ দেন।
ছাঁটাই হওয়া শ্রমিক মালেক সংবাদ মাধ্যমকে বলেন, “১৬ ডিসেম্বর কারখানা খোলা থাকবে এ বিষয়ে আমাদেরকে আগে থেকে কিছু জানানো হয়নি। সেদিন সকালে কারখানা থেকে ফোন দিয়ে সুপারভাইজার বলে কারখানায় আসতে। আমরা তো স্মৃতিসৌধে, কারখানায় আসবো কি করে”।
এ প্রসঙ্গে জানতে চাইলে কারখানার এমডি মনির বিশ্বাস বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আসলে এমন কোনো ঘটনা নয়। মূলত ওই শ্রমিকরা অনেক দিন থেকেই কারখানায় সমস্যার সৃষ্টি করে যাচ্ছে। তাদের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার জন্য চাকরিচ্যুত করা হয়নি। তাদের বেতন দেওয়া হবে। সামনের মাসে সবার বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে”।
বিষয়টি নিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা ফরিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “শ্রমিকরা ইতিমধ্যে থানায় অভিযোগ করেছে। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে থানায় যোগাযোগ করবো। এরপর প্রয়োজন মতো বিভিন্ন কর্মসূচিতে গ্রহন করা হবে। আমাদের এই শ্রমিক সমাজের কারণেই আজ দেশ স্বাধীন হয়েছে, বিজয় লাভ করেছে। আর সেই শ্রমিকদের আজ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না। এটি দুঃখজনক। আর ১৬ ডিসেম্বর কারখানা খোলা রাখে কিভাবে তা আমি বুঝতে পারছি না”।
মতামত লিখুন :