Logo

বৈশ্বিক বাণিজ্যে নতুন আতঙ্ক ‘অমিক্রন’

RMG Times
শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: প্রায় দু’বছর করোনা ভাইরাসের সাথে রীতিমতো যুদ্ধ করে বিশ্ব বাণিজ্য যখন স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছিল ঠিক তখনই করোনার অতিসংক্রামক ধরণ ‘অমিক্রন’ নতুন হুমকি হিসাবে আবির্ভুত হয়েছে।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর খুব অল্প সময়ের মাঝে প্রথমে আফ্রিকার বিভিন্ন দেশে এবং পরে বিশ্ব ব্যাপী এই ধরণটি ছড়িয়ে পরার খবর পাওয়া যায়।

বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ৭৭টি দেশে অমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ডব্লিইএইচও প্রধানের ধারণা, অমিক্রন শনাক্ত হয়নি এমন অনেক দেশেই ধরণটির উপস্থিতি রয়েছে। আর তা নজিরবিহীন হারে ছড়িয়ে পড়েছে।

করোনার অতি সংক্রামক ধরণ অমিক্রন শনাক্তের পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু যুক্তরাজ্যতেই ১০ হাজারের বেশি মানুষের শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে। সেদেশে অমিক্রনে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ১ জন।

এদিকে করোনার অমিক্রন ধরণটিকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে জি-৭। গত বৃহস্পতিবার সাতটি উন্নত অর্থনীতির দেশের জোট জি-৭-এর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। একই সঙ্গে জোটটি বলেছে, অমিক্রন উত্থানের অর্থ হলো দেশগুলোর জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ এবং ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও অমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো পুনরায় কঠোর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।

বৈশ্বিক করোনা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, এভাবে চলতে থাকলে বিশ্ব বাণিজ্যে আরও একবার অচলাবস্থা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।