ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ তৈরি পোশাক কারখানাগুলোতে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সহায়তা প্রদানের ইচ্ছা পোষণ করেছে। গত ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার গুলশানে বিজিএমইএ পিআর অফিসে ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর, জনাব হাসিন জাহানের নেতৃত্বে ওয়াটারএইড বাংলাদেশের একটি প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতি, জনাব ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎকালে এই ইচ্ছা পোষণ করে।
উক্ত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জনাব শহিদউল্লাহ আজিম, সহসভাপতি-বিজিএমইএ; জনাব পার্থ হেফাজ শাইখ, পরিচালক-ওয়াটারএইড; জনাব ফয়সাল আব্বাস, হেড অব কমিউনিকেশনস-ওয়াটারএইড এবং জনাব শাদমা মালিক, কমিউনিকেশনস অফিসার–ওয়াটারএইড।
উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিগণ বাংলাদেশের পোশাক শিল্পে পানির টেকসই ব্যবহারের ক্ষেত্রে ওয়াটারএইড ও বিজিএমইএ’র মধ্যে সহযোগিতার সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দু’পক্ষই আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা জানান।
ওয়াটারএইড পোশাক কারখানায় বৃষ্টির পানি সংরক্ষণ এবং তার যথাযথ ব্যবহারের জন্য প্রযুক্তিগত জ্ঞান দিয়ে বিজিএমইএ’কে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ওয়াটাএইড প্রধানত পানি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবন্ধ করে থাকে। ১৯৮১ সালে জাতিসংঘের পানীয় জলের দশকের (১৯৮১-১৯৯০) প্রতিক্রিয়া হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিশ্বব্যাপী ৩০ টিরও বেশি দেশে কাজ করছে।
মতামত লিখুন :