নিজস্ব প্রতিনিধি: রপ্তানি খাতে অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেলেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মমিন মন্ডল ও পরিচালক জনাব আলহাজ্ব মো: জুবায়ের মন্ডল।
নিট পোশাক রপ্তানি ক্যাটাগরীতে আলহাজ্ব জুবায়ের মন্ডল এবং বিবিধ শ্রেণী থেকে সিআইপি হলেন আবদুল মমিন মন্ডল।
পণ্য রপ্তানিতে অবদান রাখায় দেশের ১৩৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে সরকার। এ ছাড়া পদাধিকারবলে ট্রেড ক্যাটাগরি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৩৮ পরিচালকও পেয়েছেন সিআইপি মর্যাদা।
দুই ধরনের সিআইপি মিলিয়ে ২০১৮ সালের জন্য মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে গত ৭ ডিসেম্বর ২০২১ গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মতামত লিখুন :