Logo

ঢাকায় এসএলসিপি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

RMG Times
শনিবার, ডিসেম্বর ১১, ২০২১
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সোশ্যাল এন্ড লেবার কনভারজেন্স প্রোগ্রাম (এসএলসিপি) বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ই ডিসেম্বর নগরীর উত্তরাস্থ একটি হোটেলের মিলনায়তনে প্রশিক্ষনটির আয়োজন করে মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের সংগঠন কমপ্লায়েন্স গ্রুপ অব বাংলাদেশ (সিজিবি)।

প্রশিক্ষনটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এসএলসিপি অনুমোদিত প্রশিক্ষক জনাব আবদুল আলিম।

এতে বিভিন্ন তৈরী পোশাক কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫০ জন মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবী অংশগ্রহন করেন।

প্রশিক্ষক জনাব আব্দুল আলিম বলেন, পোশাক ও ফুটওয়্যার খাতে সোশ্যাল কমপ্লায়েন্সের অনেক অডিট প্রচলিত রয়েছে যেগুলোতে কারখানার প্রচুর অর্থ, লোকবল, সময় চলে যায়। এসএলসিপি সোশ্যাল কমপ্লায়েন্সের একটা একক এসেসমেন্ট যা কারখানার সময় বাঁচাবে, অর্থ বাঁচাবে এবং লোকজনেরও সম্পৃক্ততা কমাবে। অন্যান্য সোশ্যাল অডিটগুলোর রিপোর্টে কারখানার নিয়ন্ত্রণ থাকেনা, তবে এসএলসিপিতে রিপোর্টের মালিক শুধু কারখানা।

কমপ্লায়েন্স গ্রুপ অব বাংলাদেশ’র পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের আরও আন্তর্জাতিক মানের প্রশিক্ষন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সবশেষে সবাইকে এসএলসিপি অনুমোদিত সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষনটির সমাপ্তি হয়।