নিজস্ব প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ২০২০ (বুধবার ) তারিখে ঢাকার আশুলিয়াস্থ শতভাগ রপ্তানিমূখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেক্সট্রিম ফ্যাশন লিঃ এ ২য় বারের মতো অংশগ্রহণকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শ্রম অধিদপ্তর এবং অত্র অঞ্চলের শিল্প পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে ভোটের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভোট কার্যক্রম তদারকি করার জন্য টেক্সট্রিম ফ্যাশন লিঃ এর ফ্যাক্টরী ম্যানেজার জনাব মন্জুরুল ইসলাম এবং কারখানার সিনিয়র ম্যানেজার (প্রশাসন এবং মানবসম্পদ) জনাব মোঃ আলী উল কবিরকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষসহ সকলের সামনে ভোটের ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়।
মতামত লিখুন :