Logo

পিনাকী গ্রুপের দুই হাজার পোশাক শ্রমিককে অর্জিত ছুটির টাকা প্রদান

Fazlul Haque
শুক্রবার, এপ্রিল ২৯, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী মেঘনা রোড এলাকায় বৃহস্পতিবার পিনাকী গ্রুপের পিনাকী গার্মেন্টস, এজি ড্রেসেস, শিহা ইন্টারন্যাশনাল, পিনাকী শিহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই হাজার ৯৩ জন শ্রমিককে বার্ষিক অর্জিত ছুটির টাকা প্রদান করা হয়েছে।

কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা রাকিব হাসানের সঞ্চালনায় জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কারখানা পরিচালক মো. খসরুজ্জামান, বিজিএমইএ লেবার সেলের সহ সেক্রেটারি আজিজুর রহমান, বায়ার প্রতিনিধি কেএম আরিফুল ইসলাম, আবদুর রহিম খান।