নিজস্ব প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ব্র্যাক ব্যাংককে প্রায় ২৪০ কোটি টাকা (৩ কোটি মার্কিন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে। ঋণের এ অর্থ বাংলাদেশের তৈরি পোশাক কারখানা সংস্কার এবং উন্নয়নের জন্য ব্যয় করা হবে। এ অর্থ ব্র্যাক ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে পারবে পোশাক খাতের উদ্যোক্তারা।
এর মধ্যদিয়ে পোশাক শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে বলে আশা করছে এডিবি। বুধবার সংস্থাটির বোর্ডে এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট বায়ো হুয়াং বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে পোশাক শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নে আরও পদক্ষেপ প্রয়োজন। এ জন্য উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অর্থসহায়তা প্রয়োজন, যা বর্তমানের উৎসগুলো থেকে পাওয়া সহজ হচ্ছে না। দীর্ঘমেয়াদি ঋণ এখন দেশীয় ব্যাংক এবং আন্তর্জাতিক পুুুঁজিবাজারের সহজলভ্য নয়। আমরা ব্র্যাক ব্যাংকের সামাজিক এবং পরিবেশগত টেকসই প্রকল্পের জন্য এ সহায়তা দিচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তর টেক্সটাইল এবং তৈরি পোশাক রফতানিকারক দেশ।
মতামত লিখুন :