Logo

বেতন আত্মসাতের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেফতার

Fazlul Haque
বুধবার, এপ্রিল ২৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বেতন আত্মসাতের অভিযোগে গার্মেন্টস মালিকে গ্রেফতারশ্রমিকদের বেতনের টাকা আত্মসাতের মামলায় শিল্প পুলিশ শাহজাহান নামে এক গার্মেন্টস মালিককে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ অঞ্চল-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের কথা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত সোমবার গভীর রাতে ঢাকার মিরপুর থেকে গার্মেন্টস মালিক শাহজাহানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহান নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ফিউচার ক্লোথিং নামে একটি গার্মেন্টসের মালিক।

গত রোববার শ্রমিক-কর্মচারীদের বেতন আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির পিএম বাবুল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় শাহজাহান, তার ব্যবসায়িক অংশীদার দেলোয়ার হোসেন এবং মাহাবুবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে মিরপুর থেকে গ্রেফতার করেছে।