ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাকসহ শিল্প-কারখানায় শ্রমিকদের বেতন ভাতা দিতে শিল্প এলাকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এমন নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে। পাশাপাশি জেলা সদরে অন্তত একটি শাখা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে আগামী ১৯ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করবে। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
মতামত লিখুন :