Logo

রোজ কেয়ামতেও যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হবে না: বাণিজ্যমন্ত্রী

Fazlul Haque
বুধবার, এপ্রিল ২৭, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জিএসপি সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত কেয়ামতের দিন পর্যন্ত পূরণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলেন।

file (1)

সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি শর্তের সবগুলোই আমরা পূরণ করেছি। তারা বলেছে আমরা অনেক উন্নতি করেছি, আরও উন্নতি ঘটাতে হবে। কিন্তু কী উন্নতি ঘটাতে হবে তা জানি না। আমরা যখন একটি শর্ত পূরণ করি তখন তারা আরও নতুন শর্ত তুলে ধরে। আমার মনে হয় রোজ কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারবো না।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিশ্বের অনেক দেশ জিএসসি সুবিধা পাচ্ছে যারা আমাদের ধারে-কাছেও নেই।

মাহমুদ উস সামাদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ২০১০ সাল থেকে মার্চ ২০১৬ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সারা দেশে ৫৯ হাজার ১১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আইন লঙ্ঘনের কারণে ১৫ হাজার ৯৫১টি প্রতিষ্ঠানকে ১২ কোটি ৩২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। অন্যান্যবারের মতো এবারও রমজান মাস ভালোভাবে চলে যাবে। কারসাজি করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তাদের নিয়ে মিলেমিশে কাজ করছি। কেউ কারসাজি করলে ব্যবসায়ীদের নিয়েই মোকাবিলা করা হবে