Logo

পোশাক শিল্পে ৭২% মুনাফা যায় ব্র্যান্ডের পকেটে

Fazlul Haque
মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস পণ্যের পুরো সাপ্লাই চেইনে সবচেয়ে বেশি মুনাফা করে বিদেশী ক্রেতা বা ব্র্যান্ড। গতকাল সোমবার টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের এক সেমিনারে জানানো হয়, পুরো সাপ্লাই চেইনে মুনাফার ৭২ শতাংশ যায় ব্র্যান্ডের পকেটে। এ জন্য গার্মেন্টস খাতে দুর্ঘটনার ক্ষতিপূরণের ক্ষেত্রে বড় অংশ তাদের কাছ থেকে আদায় করার দাবি জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে এতে সরকারের অংশ থাকার দাবিও তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ওই সেমিনারে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি গার্মেন্টস পণ্য ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত পুরো সাপ্লাই চেইনে বেশ কয়েকটি পক্ষ মুনাফার অংশীদার হয়। তুলা উত্পাদন হয় এক দেশে। ওই তুলা থেকে সুতা কিংবা ফেব্রিক। ফেব্রিক থেকে পোশাক তৈরির পর ব্র্যান্ডের কাছে পাঠানো হয়। কিন্তু যখন কোন কারখানায় দুর্ঘটনা ঘটে তখন কেবলমাত্র ওই কারখানা মালিকের উপর সব ধরণের দায় দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু মুনাফায় তাদের চাইতে বেশি অংশ থাকে ব্র্যান্ডের। অন্যদিকে দায় এড়াতে পারেনা সরকারও। এ জন্য যে কোন ক্ষতিপূরণে ব্র্যান্ড ও সরকারকে অংশীদার হওয়ার দাবি জানান তারা।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক তপন সাহার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আবুল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তৌহিদুর রহমান, বাহারানে সুলতান বাহার, এশিয়ান মনিটরিং রিসোর্স সেন্টারের (এএমআরসি) নির্বাহী পরিচালক সঞ্জিব পণ্ডিত এবং ওমেনা জজ প্রমুখ।