Logo

বাংলাদেশের পোশাক খাতে আর্থিক সহায়তা দেবে জার্মানি

RMG Times
শনিবার, এপ্রিল ৪, ২০২০
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সারাবিশ্ব ব্যাপি চলমান করোনা মহামারীতে দেশের তৈরী পোশাক শিল্প খাতে একের পর একে ক্রয়াদেশ বাতিল হচ্ছে। বিজিএমইএর তথ্য মতে এপ্রিলের তথ্য অনুযায়ী পোশাকের ক্রয়াদেশ স্থগিত ৩.০১ বিলিয়ন ডলার। এর দরুণ ক্ষতিগ্রস্থ হবে প্রায় ২.১৮ মিলিয়ন পোশাক শ্রমিক।

 

এমন সময়ে জার্মান সরকার ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের এমন দুঃসময়ে আর্থিক সহায়তার প্যাকেজ দেবে। তবে এই আর্থিক সহায়তার প্যাকেজের পরিমাণ এবং বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টস এক টুইট বার্তায় জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে সহায়তা করতে জার্মানির উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয় সহায়তা প্যাকেজ ঘোষণার কাজ করছে। এই খাত সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, এই সময়ে পোশাক খাতের যে সকল কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যই এই আর্থিক প্যাকেজ সহায়তার কাজ চলছে।