Logo

বিধ্বস্ত রানা প্লাজার সামনে নিহতের স্বজনদের আহাজারি, আর্তনাদ

Fazlul Haque
রবিবার, এপ্রিল ২৪, ২০১৬
  • শেয়ার করুন

সাভার (ঢাকা): আজ ২৪ এপ্রিল রানা প্লাজার তিন বছর পূর্ণ হলো। তাই আজকের দিনে সকাল থেকেই বিধ্বস্ত রানা প্লাজার সামনে ভিড় জমাতে থাকে নিহতের স্বজনরা। এসময় স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।

রবিবার সকাল থেকে ধসে পড়া রানা প্লাজায় গিয়ে প্রিয় স্বজনকে স্মরণ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন হতভাগ্য স্বজনরা।
13061961_944365532351614_4382062016181503951_nতিন বছরপূর্তি উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে উপস্থিত হয়েছেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ও সরকারি অন্যান্য কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় পোশাক কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ধসে পড়া রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পন করে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানান তারা।

শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা প্রশাসন, শিল্প-পুলিশ-১, গার্মেন্ট মক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফোরাম, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

শ্রদ্ধা জানানো শেষে মানববন্ধন ও বিক্ষোভসহ সেখানে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো।