Logo

২৪ এপ্রিল ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

Fazlul Haque
শুক্রবার, এপ্রিল ২২, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজা দুর্ঘটনার দিনটিকে (২৪ এপ্রিল) ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। এ ছাড়া প্রতিবছর এ দিনটিতে সব কল-কারখানায় ছুটি ঘোষণার দাবিও জানায় সংগঠনটি। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে উন্মুক্ত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

rana

এ সময় রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। আহত ও পঙ্গু শ্রমিকদের জানানো হয় সমবেদনা।

সংবাদ সম্মেলনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির তিন বছর পার হবে। রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের সর্ববৃহৎ ও মর্মান্তিক মানব ট্র্যাজেডি হিসেবে স্বীকৃত। এ ট্র্যাজেডির পর বাংলাদেশে তৈরি পোশাক শিল্প নিয়ে দেশ-বিদেশে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পকে সংকটে ফেলে দিয়েছে। এই সংকট থেকে আমাদের পোশাক শিল্প এখনো মুক্তি লাভ করেতে পারেনি। এ ট্র্যাজেডির জন্য যারা দায়ী তারা এখনো দৃশ্যমান শাস্তি পায়নি। তাই তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করার জন্য রানা প্লাজার জমি অধিগ্রহণ করে বহুতল কলোনি নির্মাণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে পুনর্বাসন এবং স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার। জাতীয় গার্মেন্টস দর্জি শ্রমিক জোটের সভাপতি আবদুল ওয়াহেদ প্রমুখ।