Logo

মিরপুরে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ, বেতন পেয়ে প্রত্যাহার

Fazlul Haque
বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : মিরপুরের পাইকপাড়ায় বেতনের দাবিতে বিএইচএস নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার বেলা ২টার পর শ্রমিকরা অবরোধ শুরু করেন। সন্ধা ৬টার পর বেতন দেয়া শরু হলে তারা অবরোধ প্রত্যাহার করে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার এসআই আহসান হাবীব।

এদিকে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পাইকপারা-আহমেদনগর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পথচারী এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়।

এসআই আহসান হাবীব জানান, বিক্ষোভ শুরুর পরপরই পুলিশ ঘটনাস্থল পাইকপাড়ার সলিমুল্লাহ মার্কেট এলাকায় যায়। তারা গার্মেন্টসটির মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলার পর মালিকপক্ষ বেতন দিতে রাজি হয়।

মতিঝিলের একটি ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় আনা হচ্ছে- এমন খবর জানানোর পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। তারা তখন জানান, বেতনের টাকা কারখানায় আসলেই অবরোধ প্রত্যাহার করা হবে।

সন্ধা ৬টার দিকে বেতনের টাকা কারখানায় অসলে শ্রমিকরা শান্ত হতে থাকে বলে জানান এসআই আহসান হাবীব।