ডেস্ক রিপোর্ট : গত ২ বছরে পোশাক খাতে ৬ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে রপ্তানি খাত সংশ্লিষ্ঠদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য দেন। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ।
বিজিএমইএ সভাপতি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পরে ঘুরে দাড়াঁতে শুরু করেছে পোশাক খাত। এ বছরই পোশাক খাতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৯ শতাংশের বেশি। ২০২০ সালের মধ্যে পোশাক খাত একটি উন্নত পর্যায়ে চলে যাবে।
রানা প্লাজা দুর্ঘটনার পরে পোশাক খাতের মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই দুর্ঘটনার পরে ইউরোপ ও আমেরিকার ক্রেতাজোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স আমাদের ৩ হাজার ৫৯৬টি কারখানা পরিদর্শন করেছে। কারখানা পরিদর্শনের পর তারা জানিয়েছে, কারখানার প্রতিটি দরজায় একটি করে ফায়ার একজিস্ট থাকতে হবে। যদিও আমরা আগেই জেনেছি, একটি ফায়ার একজিস্ট থাকলেই হবে। সুত্র : অর্থসূচক
মতামত লিখুন :