নিজস্ব সংবাদদাতা, আশুলিয়া : আশুলিয়ায় বাইপাইল এলাকায় অলী নিটওয়ার নামের একটি পোশাক কারখানায় রাতের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে কারখানা কর্তৃপক্ষ রাতের টিফিন হিসেবে ডিম, রুটি ও কলা খেতে দেয়। ওই টিফিন খাওয়ার পরপরই বেশ কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করে এবং কয়েকজন মাথাঘুরে মেঝেতে পড়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্যান্য শ্রমিকরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
খাবার খাওয়ার পরেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়।
শিল্প পুলিশ-১ সাভার ও আশুলিয়া জোনের পরিচালক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর তিনি শুনেছেন। তবে কি কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চত করে বলতে পারেননি।
মতামত লিখুন :