নিজস্ব প্রতিনিধি, সাভার : বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে। আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জালেশ্বর এলাকায় জালাল আহমেদ নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
এসময় বিক্ষোভ মিছিল করার কারনে মালিকপক্ষের পিটুনিতে দুই শ্রমিক আহত হয়েছে।
শিল্প পুলিশ জানায়, সকালে জালাল আহম্মেদ নিট কম্পোজিট কারখানার প্রায় তিন’শ শ্রমিক কারখানায় প্রবেশ করে বকেয়া মার্চ মাসের বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে। এ সময় বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করার কারনে দুই শ্রমিককে পিটিয়ে আহত করে মালিকপক্ষের লোকজন। পরে শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বেতনের দাবিতে রেডিওকলোনীতে ডিজি এম মনিরের বাস ভবন ঘেরাও করেন।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তফিজার রহমান।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত লিখুন :