Logo

তেজগাঁও শিল্পাঞ্চল নিয়ে মহাপরিকল্পনা চুড়ান্ত, থাকবে না কোনো পোশাক কারখানা

Fazlul Haque
সোমবার, এপ্রিল ১৮, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টারপ্ল্যানের বিভিন্ন প্রস্তাব বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ উপস্থাপন করা হবে। রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টারপ্ল্যান পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহাপরিকল্পনা অনুসারে সেখানে শ্রমঘন যেসব শিল্প (পোশাক কারখানা) আছে সেগুলো সরিয়ে নিতে হবে বলে সভা শেষে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। অত্যাধুনিক শিল্পাঞ্চল গড়ার তোলার স্বার্থে আমরা এখানে কোনো ভারী শিল্প কারখানার অনুমতি দিবো না।

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প-কাম-বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তর করে ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে এ মাস্টারপ্ল্যান অনুসরণ করতে হবে। মন্ত্রী বলেন, এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং–ব্যবস্থা থাকবে। এ এলাকায় কাজের জন্য আসা মানুষজনের জন্য আলাদা পার্কিং ভবন নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে।