Logo

শ্রম অধিকার পর্যবেক্ষণে আইএলওর প্রতিনিধি দল ঢাকায়

Fazlul Haque
রবিবার, এপ্রিল ১৭, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে শ্রম অধিকার ও নিরাপত্তামান পরিদর্শনের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। চার দিনের সফরে প্রতিনিধি দল বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, বেপজা চেয়ারম্যান ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। ২০১৩ সালে ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। এর মধ্যে আইএলওর এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএলওর প্রতিনিধি দলে রয়েছেন এলিজাবেথ অনুকো, সানিয়া রিগেনবোগেন, মার্ক লিম্যান, কারেন কার্টিস ও বেরনকিয়া ভাজডোভা। সফরকালে প্রতিনিধি দলটি মূলত গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অগ্রগতি কিংবা চলমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে। এ লক্ষ্যে সরাসরি গার্মেন্টস কারখানায় শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবেন তারা। আইএলওর পরিচালক পর্ষদের এটি সর্বোচ্চ মিশন। প্রতিনিধি দলটি সরাসরি শ্রমিকদের মুখ থেকে বাস্তব অবস্থা জানতে কয়েকটি কারখানা পরিদর্শন করবে। এছাড়া শ্রমিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী, এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) কাছে পরিস্থিতি জানতে চাইবে। আলাদাভাবে শ্রমিক নেতাদের সঙ্গেও বৈঠকে বসবে মিশন। সফর শেষে কমিটি অন অ্যাপলিকেশন অব স্ট্যান্ডার্ডসের (সিএএস) কাছে প্রতিবেদন জমা দেবে।