ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে শ্রম অধিকার ও নিরাপত্তামান পরিদর্শনের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। চার দিনের সফরে প্রতিনিধি দল বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, বেপজা চেয়ারম্যান ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। ২০১৩ সালে ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। এর মধ্যে আইএলওর এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএলওর প্রতিনিধি দলে রয়েছেন এলিজাবেথ অনুকো, সানিয়া রিগেনবোগেন, মার্ক লিম্যান, কারেন কার্টিস ও বেরনকিয়া ভাজডোভা। সফরকালে প্রতিনিধি দলটি মূলত গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অগ্রগতি কিংবা চলমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে। এ লক্ষ্যে সরাসরি গার্মেন্টস কারখানায় শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবেন তারা। আইএলওর পরিচালক পর্ষদের এটি সর্বোচ্চ মিশন। প্রতিনিধি দলটি সরাসরি শ্রমিকদের মুখ থেকে বাস্তব অবস্থা জানতে কয়েকটি কারখানা পরিদর্শন করবে। এছাড়া শ্রমিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী, এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) কাছে পরিস্থিতি জানতে চাইবে। আলাদাভাবে শ্রমিক নেতাদের সঙ্গেও বৈঠকে বসবে মিশন। সফর শেষে কমিটি অন অ্যাপলিকেশন অব স্ট্যান্ডার্ডসের (সিএএস) কাছে প্রতিবেদন জমা দেবে।
মতামত লিখুন :