Logo

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার গুদামে আগুন

Fazlul Haque
শনিবার, এপ্রিল ১৬, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ইব্রাহিম নিট কম্পোজিট নামক তৈরি পোশাক কারখানর প্যাকেজিং এর গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি বলে ফায়ারসার্ভিসের কর্মিরা জানায়। এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে সংবাদ কর্মিরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে চাইলে কারখানাটির মালিক পক্ষের কিছু লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করে।

এছাড়াও শিল্প পুলিশের দুই সদস্যের সাথেও তারা অসাদাচরণ করে বলে অভিযোগ করেন শিল্প পুলিশ-৪ এর উপপরিদর্শক হাফিজ। ফায়ার সার্ভিস এর নারায়নগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক দিন মনি শর্মা আমাদের সময়কে জানিয়েছেন গত দুই দিন কারখানাটি বন্ধ ছিল। বন্ধ অবস্থায় অগ্নিকান্ডের ঘটনাটি রহস্য জনক। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।

এ বিষয়ে কারখানাটির চেয়ারম্যান ইউসুফ এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।