Logo

সাভারে বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, চালকের শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল

Fazlul Haque
শনিবার, এপ্রিল ১৬, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে শ্রমিকবাহী বাস চাপায় রুবেল মিয়া (২১) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ শ্রমিক। শনিবার সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমার ডাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ওই গার্মেন্টসের শ্রমিকরা।

নিহত গার্মেন্টস শ্রমিক দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি সাভারের ভাটপাড়া এলাকায় বসবাস করে আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস আয়রন ম্যান হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আজকের জন্য সামিয়া গার্মেন্টস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ শ্রমিকবাহী বাসের চালককে আটক করেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।