আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিক ধর্মঘট
Fazlul Haque
মঙ্গলবার, এপ্রিল ১২, ২০১৬
হাসান, নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবীতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার জামগড়াস্থ শেড ফ্যাশনস ইন্টারন্যাশনাল লিমিটেডে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আইন অনুযায়ী প্রতি ১৮ দিন কাজের জন্য শ্রমিকরা একদিন ছুটি পাবেন। কিন্তু কারখানার প্রয়োজনে শ্রমিকরা ছুটি না কাটালে মালিকপক্ষ তাদের এই দিনের মজুরী পরিশোধ করতে বাধ্য থাকে। কিন্তু এই কারখানায় দীর্ঘদিন ধরে কোনো শ্রমিককে বাৎসরিক ছুটির টাকা দেয়া হয় না। কারখানার শ্রমিক নেতারা মালিকপক্ষের সাথে এ ব্যাপারে একাধিকবার কথা বললেও কোনো সুরাহা করেনি তারা। ফলে গতকাল সোমবার থেকে শ্রমিকরা ছুটির টাকা পাওয়ার দাবীতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।
এ ব্যাপারে মালিক পক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
মতামত লিখুন :