নিজস্ব প্রতিনিধি : রাজধানীর তেজগাঁওয়ে একটি গার্মেন্টস ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিজয় সরণিতে কুপাস ভবনের পাশে অবস্থিত ওই গার্মেন্টস ভবনটি হেলে পড়ার খবর পাওয়া গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়েছি। ইঞ্জিনিয়ার আসছেন। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল, পুলিশ ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন।
তিনি আরো জানান, ভবন হেলে পড়ার খবরে ওই গার্মেন্টস ভবনসহ আশেপাশের ভবনগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হেলে পড়া ভবন থেকে লোকজন নিচে সড়কে নেমে এসেছেন।
মতামত লিখুন :