Logo

ভারতে এবার পোশাক কারখানায় আগুন, আটকা পড়েছে প্রায় ১২০ জন (ভিডিওসহ)

Fazlul Haque
মঙ্গলবার, এপ্রিল ১২, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ভারতের কেরালার মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ডের রেশ না কাটতেই একই সপ্তাহে আবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল ভারতের মুম্বাইয়ের এক পোশাক কারখানায়। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
12966269_10209086056087304_1945648596_n
মঙ্গলবার সকালে ভিওয়ান্দি এলাকার যে ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে, ভবনটি মুলত একটি আবাসিক ভবন হলেও এর চতুর্থ তলায় একটি মেশিন চালিত তাঁত কারখানা ছিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নিচের তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলটি জুড়ে রয়েছে পোশাক কারখানা। রাতের শিফটে বহু মানুষ সেখানে কাজ করছিলেন। সকালে আরও মানুষের কাজে যোগ দেওয়ার কথা। তারমধ্যে কারখানার যত্রতত্র রয়েছে কেমিক্যাল।

ভারতীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, অনেককে ভবনের ছাদে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। অনেকে মই দিয়ে নিরাপদে নিচে নেমে আসার চেষ্টা চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন দমকল কর্মীরা।