নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা : বকেয়া বেতনের দাবিতে কুমিল্লা ইপিজেডের একটি জ্যাকেট কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ওয়াসিস হাইটেক স্পোর্টসওয়ার লিমিটেডের কারখানার প্রায় দুই হাজার শ্রমিক ইপিজেডের প্রধান ফটকের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।
জানা যায়, গত এপ্রিল মাসের বেতন ১০ মে পরিশোধ করার কথা থাকলেও আজও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভসহ আন্দোলন শুরু করেছে। তারা ইপিজেডের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করছে। কারখানাটি প্রায় ছয় মাস ধরে নিয়মিত বেতন পরিশোধ করতে পারছে না। আজ এপ্রিল মাসের বেতন দেয়ার কথা ছিল। শ্রমিকরা সারাদিন বেতন পাওয়ার আশায় ছিল। কিন্তু সন্ধ্যায় অফিস ছুটি হলেও বেতন পায়নি তারা। ফলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইপিজেড এর প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। রাত নয়টা পর্যন্ত তারা বিক্ষোভ প্রদর্শন করে।
পরে কারখানাটির দায়িত্ব নেয়া ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আগামীকাল সকালে বেতন দেয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ কর্মসূচি বাতিল করে।
এ বিষয়ে জানাতে কারখানার দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
মতামত লিখুন :