Logo

বিডি ক্লিন- টাঙ্গাইলের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু

RMG Times
শুক্রবার, ডিসেম্বর ২২, ২০১৭
  • শেয়ার করুন

টাঙ্গাইল শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-টাঙ্গাইলের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শপথ গ্রহনের মাধ্যমে নিড়ালার মোড়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মামুন ও কাউন্সিলর উল্কা বেগম ক্যাম্পেইনের  উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শাহীন চাকলাদার , সেতু-সংস্থা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান(অডিট ও মনিটরিং) মো. আনিছুর রহমান, পৌরসভার ইন্সট্রাকটর আনিসুর রহমান, প্রিয় টাঙ্গাইল জেলা (ফেসবুক) গ্রুপের চাঁদ সুলতানা, মীর সামিউল। ক্যাম্পেইনের প্রথম দিনে শহরের নিড়ালার মোড় থেকে কালীবাড়ী, ক্লাব রোড ও শহীদ স্মৃতি পৌর উদ্যান পরিস্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পথচারি ও ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা ফেলায় সচেতন করা হয়। বিডি ক্লিন-টাঙ্গাইলের জেলা সমন্বয়কারী মো. আতিক উল্লাহ জানান, শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন  একটি চলমান উদ্যোগ। বিডি ক্লিন-টাঙ্গাইল সারা বছরই প্রতি শুক্রবারে শহরের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইন অব্যাহত রাখবে।