ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : অর্গানিক প্রোডাক্টসের জনপ্রিয় স্ট্যান্টার্ড ‘গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড’ (GOTS) এর সার্টিফিকেশন করার অনুমোদন পেয়েছে তুর্কি ভিত্তিক সার্টিফিকেশন বডি কোম্পানী ‘Ulusal Sistem Belgelendirme Hizmetleri Ltd’ (USB)। ইউএসবি’র নতুন অর্জনে উৎসবমুখর আয়োজনে উদযাপন করেছে প্রতিষ্ঠানটির বাংলাদেশের পার্টনার ইটেক্স সলুশন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাস্থ ‘দি ট্যারেস বিস্ত্রো’ নামক একটি রেস্টুরেন্টে ই-টেক্স সলুশনের কর্মকর্তাদের পরিবার নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়।
ইউএসবি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার মি. হাসনাত কবীরের সার্বিক তত্বাবধানে আয়োজিত এই মিলনমেলায় ইটেক্স সলুশনের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইটেক্স সলুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কর্ণধার মি. রাসেল পারভেজ।
মতামত লিখুন :