Logo

‘জিএসসিএস’ এর ইফতার মাহফিলে পোশাক শিল্পের পেশাজীবিদের আনন্দঘন মিলনমেলা

RMG Times
শনিবার, জুন ১৭, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বনামধন্য ম্যানেজমেন্ট সিস্টেম এবং কমপ্লায়েন্স অডিট কোম্পানী ” গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সিস্টেম (জিএসসিএস)” এর সেবা গ্রহিতা ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পোশাক শিল্প খাতের পেশাজীবিদের আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। শনিবার রাজধানীর উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার পার্টিতে দেশের বিভিন্ন পোশাক শিল্প কারখানার মালিক, উচ্চ পদস্থ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, পরিদর্শন কোম্পানীর পরিদর্শক, পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধানসহ প্রায় সাত শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। 

জিএসসিএস এর ব্যবস্থাপনা পরিচালক ও কর্ণধার মি. আব্দুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পোশাক শিল্প নির্ভর জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দি আরএমজি টাইমসের সম্পাদক ও প্রকাশক মি. আব্দুল আলিম, পলমল গ্রুপের মহা-ব্যবস্থাপক ড. বজলুর রশিদ, নর্দান তসরিফা গ্রুপের মহা-ব্যবস্থাপক মি. আরমানুল আজিম, এসএনভি’ এর ইনক্লুসিভ বিজনেস স্পেশালিষ্ট মি. জামাল উদ্দিন, বিজিএমইএ এর অতিরিক্ত পরিচালক মি. রফিকুল ইসলাম, এমআরএফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. মামুনুর রশিদ, ইপিক সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস এর প্রধান কর্ণধার মি. রাসেল পারভেজ, সেফটি সোর্স লিমিটেড এর কর্ণধার মি. নজরুল ইসলাম তালুকদার, পোশাক শিল্পের এইচআর প্রফেশনালদের শীর্ষ সংগঠন বিশার্পের সাধারণ সম্পাদক মি. নূরে এ খান প্রমূখ। 

 আনন্দঘন এই অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন এমআরএফ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আলমগীর হোসাইন।

ইফতার পার্টিতে আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল মোতালেব, আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গ্লোবাল গ্রুপ, জিএসসিএস ও সেরেজ জিএমবিএইচ এর সেবাসমূহের গুণগত মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি বলেন, জিএসসিএস ধারাবাহিকভাবে সফলতা পাচ্ছে। জিএসসিএস ইংল্যান্ডের জনপ্রিয় সার্টিফিকেশন বডি কোম্পানী গ্লোবাল গ্রুপ ও জার্মানী ভিত্তিক অর্গানিক প্রোডাক্টস সার্টিফিকেশন কোম্পানী সেরেজ জিএমবিএইচ এর বাংলাদেশের লোকাল পার্টনার হিসেবে দীর্ঘদিন বাংলাদেশে সেবা প্রদান করে আসছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে জিএসসিএস তুর্কিভিত্তিক সার্টিফিকেশন কোম্পানী সেমট্রিও এর লোকাল পার্টনার হিসেবে বাংলাদেশে লিড সার্টিফিকেশনসহ বিভিন্ন আর্ন্তজাতিক মানসম্পন্ন সেবা প্রদান করবে। 

অনুষ্ঠানের এক পর্যায়ে মি. আব্দুল মোত্তালেব জিএসসিএস এর প্রতিষ্ঠাকালীন ব্যবসায়িক পার্টনার মি. আব্দুল আলিম, মি. আমিরুল ইসলাম ও মি. রাসেল পারভেজের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ সম্মাননা প্রদান করেন। 

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ইফতার পার্টিতে গ্লোবাল গ্রুপের সেবা গ্রহিতা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ গ্লোবাল গ্রুপের সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

ইফতারের আগে দেশ, জাতি, ও দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।