Logo

আরএমজি টাইমসের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

RMG Times
শনিবার, জুন ১০, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তৈরী পোশাক শিল্প নির্ভর বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দি আরএমজি টাইমসের ইফতার মাহফিল ও ইউএসবি-আরএমজি টাইমস ক্বিরাতুল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০১৭ এর পুরুস্কার বিতরণী ১০ জুন ২০১৭ (শনিবার) রাজধানীর উত্তরাস্থ সেক্টর-৭ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে। 

আরএমজি টাইমসের সম্পাদক মি. আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পোশাক শিল্পে কর্মরত পেশাজীবিদের মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন পোশাক শিল্প কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশ প্রধান, পরিদর্শন কোম্পানীর কর্ণধার, পরিদর্শকসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক মি. ফিরোজ আলম, বিজিএমইএ এর অতিরিক্ত পরিচালক মি. রফিকুল ইসলাম,  গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মি. আব্দুল মোত্তালেব, ইউএসবি বাংলাদেশের কর্ণধার মি. রাসেল পারভেজ, এমআরএফ গ্রুপের চেয়ারম্যান মি. রাশেদ জামান, ব্যবস্থাপনা পরিচালক মি. মামুনুর রশিদ, সেফটি সোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. নজরুল ইসলাম তালুকদার, স্কয়ার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা মি. রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি মি. মুকুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মি. নজরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে মি. আব্দুল আলিম আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে অতিথি ও আরএমজি টাইমসের সকল পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। 

[metaslider id=6116]

দুটি পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে পোশাক শিল্পে কর্মরত পেশাজীবির সন্তানদের নিয়ে আয়োজিত “ইউএসবি-আরএমজি টাইমস ক্বিরাতুল কুরআন প্রতিযোগিতা ২০১৭’ এর সেরা তিন বিজয়ী কুরআন থেকে তিলাওয়াত করেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। 

ই্উএসবি-আরএমজি টাইমস ক্বিরাতুল কুরআন প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেছে ই-টেক্স সলুশন লিমিটেড, সেরেজ জিএমবিএইচ (বাংলাদেশ), এমআরএফ গ্রুপ, হোটেল হাই গার্ডেন, গ্রোথ টেকনোলজি লিমিটেড ও প্রফিসিয়েন্ট কমপ্লায়েণ্স সার্ভিসেস। 

দ্বিতীয় পর্বে আরএমজি টাইমসের সকল পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নিজ উদ্যোগে আরএমজি টাইমসের থিম সং লেখা, গাওয়া ও রেকর্ড করে উপহার দেয়ার জন্য পোশাক শিল্পের মানবসম্পদ কর্মকর্তা ও বর্তমান সময়ের কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলাম চঞ্চলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

ইফতারের আগে দেশ, জাতি, ও দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।