নিজস্ব প্রতিনিধি: পোশাক শিল্পে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘কমপ্লায়েন্স এইচআর এডমিন অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন’ (CHAOWA) চাওয়া’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৫ মে ২০১৭ তারিখ সন্ধ্যায় উত্তরাস্থ ৭ নাম্বার সেক্টরের ‘রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাহী কমিটির পূণঃনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সভাপতি ও সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মি. রফিকুল ইসলাম ও কমল সরকার।
এসময় সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্যের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এক পূর্ণমিলনীতে পরিণত হয়।
সংগঠনের সভাপতি মি. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মি. আবু মনজুর জাবেদ। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মি. কমল সরকার নির্বাহী কমিটির নেতা মি. সেলিম আহমেদ, মি. শাকিল মাহমুদ, সংগঠনের সদস্য মীর মঈন হোসেন, আবুল বাশার, শাহাবুদ্দিন বিলাশ ও অতিথি আরএমজি টাইমসের সম্পাদক মি. আব্দুল আলিম প্রমুখ।
মি. রফিকুল ইসলাম বলেন, সংগঠনটি দীর্ঘ নয় বছর ধরে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এই ধারা অব্যাহত রাখতে ও আরও শক্তিশালী অবস্থানে নিতে চাওয়া’র রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মি. কমল সরকার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল সদস্য ও নির্বাহী কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরএমজি টাইমসকে জানান, সংগঠনের সকল সদস্যকে সক্রিয় করার মাধ্যমে সংগঠনটিকে আরও গতিশীল করা হবে। পোশাক শিল্পের বিভিন্ন অঞ্চলকে ভাগ করে প্রতিমাসে সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও নতুন সদস্য নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
তিনি দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আগেই সংগঠনের রেজিস্ট্রেশন নিশ্চিত করা, সদস্য সংখ্যা বৃদ্ধি করে তিন শতাধিক করা ও সমস্ত অন্তঃকোন্দল দূর করার মাধ্যমে চাওয়াকে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত কর্মকর্তাদের শ্রেষ্ঠ সংগঠনে রুপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আহ্ববায়ক মি. এ.এইচ.এম কামরুজ্জামান অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মতামত লিখুন :