Logo

ঢাকায় এসএ৮০০০:২০১৪ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

RMG Times
শনিবার, মার্চ ৪, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : ঢাকায় অনুষ্ঠিত হলো সামাজিক দায়বদ্ধতা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড এসএ৮০০০ এর সর্বশেষ সংস্করণ এসএ৮০০০:২০১৪ বিষয়ক কর্মশালা। রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল ‘হোটেল হাই গার্ডেন’ এর কনফারেন্স হলে কর্মশালাটির আয়োজন করে স্ট্যান্ডার্ডটির নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকা ভিত্তিক এনজিও ‘ সোস্যাল একাউন্টিবিলিটি ইন্টারন্যাশনাল (এসএআই)।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে ট্রেসি নিনহ ও এসএআই এর বাংলাদেশ প্রতিনিধি মি. আব্দুল আলিম

অর্ধ দিনব্যাপি এই কর্মশালাটি পরিচালনা করেন এসএআই এর প্রজেক্ট ম্যানেজার (স্ট্যান্ডার্ড এন্ড ইমপ্যাক্টস) ট্রেসি নিনহ্ ও এসএআই এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ও লিড ট্রেইনার আব্দুল আলিম। কর্মশালায় বিভিন্ন অডিট কোম্পানী, পোশাক কারখানা ও ব্র্যান্ড থেকে ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

কর্মশালায় এসএ৮০০০:২০১৪ স্ট্যান্ডার্ডটির এসএ৮০০০ ৯.০ ম্যানেজমেন্ট সিস্টেম এর অত্যাবশকীয়তা এবং সোস্যাল পাফর্মেন্স টীম গঠনের মাধ্যমে কিভাবে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত ঝুকিঁ নিরুপণ করা যায় তা বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মশালায় প্রেজেন্টেশন দিচ্ছেন ট্রেসি নিনহ্

কর্মশালায় ট্রেসি নিনহ্ সোস্যাল ফিঙ্গারপ্রিন্ট এর উদ্দেশ্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

তিনি জানান, এসএ ৮০০০ সার্টিফাইড সকল কারখানা খুব শীগ্রই নতুন সংস্করণে স্থানান্তরিত হবে। 

কর্মশালা পরিচালনা করছেন মি. আব্দুল আলিম

এসএআই এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ আব্দুল আলিম জানান, স্ট্যান্ডার্ডটির নতুন সংস্করণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে। আজকের কর্মশালায় সেসব আলোচনা করা হয়েছে। 

তিনি জানান, এসএ ৮০০০ স্ট্যান্ডার্ডটি বিশ্বব্যাপি গ্রহণযোগ্য একটি সামাজিক দায়বদ্ধতা বিষয়ক স্ট্যান্ডার্ড। তবে বাংলাদেশে এ স্ট্যান্ডার্ডটির সার্টিফাইড প্রতিষ্ঠান খুবই কম। স্ট্যান্ডার্ডটিতে লিভিং ওয়েজ সম্পর্কে বেশি গুরুত্বারোপ করায় পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর মাঝে ভূল ধারণা বিরাজ করছে। কিন্তু এ স্ট্যান্ডার্ডটি একটি স্বয়ং সম্পুর্ণ স্ট্যান্ডার্ড।