নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং শিল্পের বর্তমান অবস্থা বিশ্ববাজারে তুলে ধরতে ২৫ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাপারেল সামিট’।
সম্মেলনটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ফিল্ড অপারেশন অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলবার্ট ফুসান হাংবো, বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মতামত লিখুন :