ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় অর্গানিক টেক্সটাইল সেমিনার। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর উৎসব হলরুমে “ন্যাশনাল সেমিনার অন “গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড”(GOTS) সার্টিফিকেশন” শিরোনামে অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে জার্মান ভিত্তিক অর্গানিক স্ট্যান্ডার্ড প্রণেতা প্রতিষ্ঠান গ্লোবাল স্ট্যান্ডার্ড জিজিএমবিএইচ। সেমিনারটির আয়োজনে বাংলাদেশী পার্টনার হিসেবে ছিল পোশাক-শিল্প ভিত্তিক বাংলাদেশের সর্বাধিক পঠিত অনলাইন গণমাধ্যম “দি আরএমজি টাইমস”।
সেমিনারে পোশাক ক্রেতা প্রতিষ্ঠান, পোশাক কারখানা, অডিট কোম্পানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৭০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড (জিওটিএস) এর বাংলাদেশ-ভারত এর প্রতিনিধি মি. সুমিত গুপ্তার সঞ্চালনায় শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল দশটায় সেমিনারটি শুরু হয়। মি. সুমিত গুপ্তার স্বাগত বক্তব্য শেষে শুরু হয় সেমিনারের প্রথম পর্ব। প্রথম পর্বে বক্তব্য রাখেন, ব্র্যান্ড ফ্যাশন জিএমবিএইচ এর বাংলাদেশ প্রতিনিধি থেলমা রুইজ।
পরবর্তী দুইটি পর্বে জিওটিএস এর পরিচালক রাহুল বাজিকরের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সেরেস বাংলাদেশ এর কর্ণধার আব্দুল মোত্তালেব, কন্ট্রোল ইউনিয়ন সার্টিফিকেশন লিমিটেড বাংলাদেশ এর সিনিয়র অডিটর আমরান হোসাইন, ইএইচএস প্লাস সেন্টার এর সিনিয়র ট্রেইনার মহি উদ্দিন আহমেদ, কটন ডেভলপমেন্ট বোর্ড এর নির্বাহী পরিচালক ড. এমডি ফরিদ উদ্দিন প্রমূখ। সেমিনারের চতুর্থ পর্বে অনুষ্ঠিত মতামত সভায় সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লি. বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদ আশরাফ খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কয়ার টেক্সটাইল লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার তাসলিমুল হক, ইউএলভিএস লি. বাংলাদেশ এর ল্যাব অপারেশনস এবং টেকনিক্যাল ম্যানেজার নুর আলম, ওয়ান সার্ট বাংলাদেশ এর অডিটর তহুরা খানম, এয়ন কমার্সিয়াল ইন্ডিযা প্রাইভেট লি. এর পরিচালক সৌরভ গুপ্তা, ফ্লামিংগো ফ্যাশন লি. বাংলাদেশ এর ফারজানা হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পোশাক কারখানার বিভিন্ন ক্রাইটেরিয়া ও ন্যাশনাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরে মি. সুমিত গুপ্তা সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। মি. সুমিত তার বক্তব্যে সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান ও লোকাল পার্টনার দি আরএমজি টাইমসের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠিত সেমিনারে স্পন্সর করেন এয়ন কমার্সিয়াল ইন্ডিযা প্রাইভেট লি, বাসিল কমোডিটিস, কন্ট্রোল ইউনিয়ন, ডেল্টা গ্রুপ, সেরেস ও ওয়ানসার্ট। সেমিনারে মিডিয়া পার্টনার হিসেবে ছিল, দি আরএমজি টাইমস এবং অ্যাপারেল ভিউস।
সেমিনারটি আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল স্টেপ কমিউনিকেশনস (STEP Communications)।
মতামত লিখুন :