Logo

শেষ হলো দু’দিন ব্যাপি বাংলাদেশ ডেনিম এক্সপো -২০১৬

RMG Times
বুধবার, নভেম্বর ৯, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কুড়িলে আর্ন্তজাতিক কনভেনশন সেন্টারে আজ শেষ হুলো দিনব্যাপি বাংলাদেশ ডেনিম এক্সপো ২০১৬ ।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রাজিল, চীন, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন, তুরস্ক, দক্ষিন কোরিয়া এবং ভিয়েতনাম থেকে আসা প্রায় ৫৫ জন প্রদর্শক এই এক্সপোতে অংশ গ্রহণ করেন। “প্রাকৃতিক ডেনিম” ব্যবহারের তাগিদ দিয়ে এবার অনুষ্ঠিত হয় এক্সপোর ৫ম আয়োজন।

এক্সপোর প্রথম দিনে ৫০ বিলিয়ন: ২০২১ অনুসারে উদ্ভাবনের জন্য কৌশলগত ব্যবসায়িক ড্রাইভার, ডেনিমের মাধ্যমে বাংলাদেশ ব্রান্ড, এবং বাংলাদেশের ডেনিম খাতে বিনিয়োগ: সম্পূর্ণগুণগতমান নিশ্চিত: একটি মূল্যবান প্রস্তাবনা – শীর্ষক তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া পোশাক শিল্প উৎপাদনে শিল্প ইউনিটে অর্থনীতির উন্নতি এবং ডেনিম ওয়াশের নতুন উপায় শীর্ষক দুইটি অধিবেশনও অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা ও অধিবেশনে দেশীয় ও আর্ন্তজাতিক বিশেষজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেন। এক্সপো দ্বিতীয় দিনেও  সেমিনার ও সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হয়। কেবল আমন্ত্রিত অতিথিদের পদচারনায়  এক্সপো এবার বেশ সফল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডেনিম এক্সপো এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুস্তাফিজ উদ্দিন ।