ডেস্ক রিপোর্ট : ৮ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর পঞ্চম আসর । প্রদর্শনী রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।
বিশ্বের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী এ প্রদর্শনীতে অংশ নেবেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও চীন থেকে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী এবং বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।
এই প্রদর্শনীতে ১৫ দেশের ৫৫ জন প্রদর্শক প্রদর্শনীতে অংশ নেবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা। প্রদর্শকরা এ মেলার মাধ্যমে তাদের পণ্যের সহজলভ্যতা ও গুণগত মান বিশ্বের কাছে তুলে ধরবেন।
এবারের প্রদর্শনীতে ‘ইমপ্রুভিং দি ইউনিট ইকোনমিকস অব আরএমজি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’ ও ‘চুজ দি রাইট ওয়ে অব ডেনিম ওয়াশিং’শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ডেনিম এক্সপো ৮ নভেম্বর বেলা ১১টায় উদ্বোধন করা হবে। শুধু আমন্ত্রিত দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সুযোগ পাবেন।
মতামত লিখুন :