Logo

চারদিন ব্যাপী টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো শুরু

RMG Times
বুধবার, আগস্ট ৩১, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : উৎপাদনকারীদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের প্রযুক্তি, মেশিনারি ও ম্যাটেরিয়াল সমবেত করতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬।

বুধবার রাজধানীর বসুন্ধরায় ই্ন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৭তম টেক্সটেক বাংলাদেশ-২০১৬ ইন্টারন্যাশনাল এক্সপো ১০ম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো-২০১৬ এবং ২৫তম ডাই এন্ড কেম বাংলাদেশ-২০১৬ এক্সপো’র উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

expo20160831135404

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তবে এ ষড়যন্ত্র মোকাবেলা করে পোশাক খাত স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪৪ লাখ মানুষ কর্মরত আছে। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এটি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করছে।

আমু বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিক নিরাপত্তা ও বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়। আমরা ইতোমধ্যে এ সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া সকল শর্তাবলী পূরণ করেছি।

৩১ আগস্ট থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

৪ দিনব্যাপী এ মেলায় ২৩টি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনসহ প্রায় ১ হাজার ৫০টি প্রদর্শক অংশগ্রহণ করেছে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা আজম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিএকএমইএ প্রথম সভাপতি আসলাম সানি, সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরেুন এন ইসলাম প্রমুখ।