Logo

‘বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে কর্ম পরিবেশ উন্নত হচ্ছে’ -মার্শিয়া ব্লুম বার্নিকাট

RMG Times
সোমবার, আগস্ট ২৯, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কর্ম পরিবেশ দিন দিন উন্নতি হচ্ছে। তবে এখনো রাজধানীর আবাসিক এলাকায় অনেক পোশাক কারখানা রয়েছে- যা দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত।’

রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গার্মেন্টস শ্রমিকদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান’- শীর্ষক কনফারেন্সে তিনি একথা বলেন।
Meher_Afroz_Chumki_uttaranews24মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং নারী নিরাপত্তা উন্নয়নে আজকের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর প্রসঙ্গে বার্নিকাট বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরো জোরদার করবে। একইসঙ্গে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

কনফারেন্সের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যসেবাকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। বর্তমান সরকার তাদের স্বাস্থ্যসেবায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে কারখানা মালিকদের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে প্রায় ৪ মিলিয়ন শ্রমিক কাজ করে। যাদের প্রায় ৮০ শতাংশ নারী। তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে গার্মেন্টস কারখানাগুলোতে নানা প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে।

যৌথভাবে কনফারেন্সের আয়োজন করে ব্রাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেলথ ইনিসিয়েটিভ এবং চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন- বাংলাদেশ।

কনফারেন্সে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন ডা. দীপু মনি। মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন ব্রাউন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডা. রুহুল আবিদ।